বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পেছন দিক থেকে ট্রাককে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ার ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী। এতে নিহতদের পরিচয়- প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। অন্যদিকে আহতদের পরিচয়- বেলাল হোসেন ও তার স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। তারা সবাই কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ওসি আব্বাস আলী জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রীসহ ছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, “দুর্ঘটনার পর পরই ট্রাক এবং কাভার্ডভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। বর্তমানে কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।”