তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৪, ০৪:৪৬ এএম

তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (১৮ মে) সকাল ছয়টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন কয়রার বামিয়া ইউনিয়নের বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, “কয়রা থেকে ১৩ শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে যায়। মজুরি হিসাবে তারা ২০-৩০ মণ ধান পায়। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হন।”

স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তা সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এরই মধ্যে ট্রাকটি আটক করা হয়েছে।”

Link copied!