শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য ইসিকে সহায়তা করবে: ব্রিটিশ হাই কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩১ পিএম

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য ইসিকে সহায়তা করবে: ব্রিটিশ হাই কমিশনার

ছবি: সংগৃহীত

গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে যুক্তরাজ্যের সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

সোমবার, ২৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সারাহ কুক।

তিনি বলেন, “আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও সহায়তা দিতেও আমরা প্রস্তুত।”

এর আগে সকালে সারাহ কুকের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ‘ব্যাপক প্রস্তুতি’ নিচ্ছে।

নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেগুলোর অনেক কিছুই ‘এগিয়ে নেওয়া হয়েছে’ বলেও জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, “আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি।”

নির্বাচন সামনে রেখে প্রথমবারের মত অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে শুরু করেছে নির্বাচন কমিশন।

Link copied!