চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৫, ১১:৪৪ এএম

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

ছবি: সংগৃহীত

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে বাংলাদেশে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান আন্তোনিও গুতেরেস। সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিএনপি, জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারেও যোগ দেন।

শনিবার গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনে যান। পরে বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে। দ্রুতই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর আশা রয়েছে।

Link copied!