প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪৬ পিএম

প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশের বাইরে থেকে অস্ত্র আসছে।

সোমবার, ২৯ সেপ্টেম্বর সকালে রমনা থানার নিজস্ব ভবনের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সনাতন ধর্মের দুর্গাপূজা বানচাল করতে একটি মহল কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘খাগড়াছড়িতে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র দিয়ে হামলা করছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এ ঘটনা যেন আর ঘটাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

খাগড়াছড়িতে আটকে পড়া সকল পর্যটককে উদ্ধার করার কথাও বলেন উপদেষ্টা।

Link copied!