মার্চ ১৯, ২০২৫, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক তরুণী আহত হয়েছেন। ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ।
বুধবার, ১৮ মার্চ সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম অন্তিম ত্রিপুরা। তিনি মায়াকুমার পাড়া বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহত অন্তিম ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর দুর্বৃত্তের অতর্কিত হামলায় অন্তিম ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছোট বোন আহত হন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন।
তবে এ বিষয়ে সন্তু লামরা দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাস্থল উপজেলার দুর্গম এলাকায় হওয়া নিহতের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে নেটওয়ার্ক সমস্যা থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।