উজরা-মোমেনের বৈঠক

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:৪৪ এএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও উজরা জেয়া

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়টির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকটি ফলপ্রসূ দাবি করে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্টে একটি টুইট (বর্তমানে এক্স) করেছেন উজরা জেয়া। সেই সঙ্গে দুই জনের একটি ছবিও যুক্ত করেছেন তিনি।

লিখেছেন, ‍‍`বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যুতে কথা হয়। রোহিঙ্গাদের সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

গত ১১ থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে সফর করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, সরকার, রোহিঙ্গা শরণার্থী এবং মানাবিক সংস্থারে প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় উজরা জেয়ার। এক ঘণ্টারও বেশি সময় চলা বৈঠকে নির্বাচন, রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে বিস্তর আলোচনা হয়।

Link copied!