আসছে ঈদুল আজহায় বাড়ি যেতে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়ার জন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে জনগণের উপচেপড়া ভিড় দেখা গেছে। শনিবার সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকেই ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট পেতে অনেক টিকিটপ্রত্যাশী বৃহস্পতিবার বিকেল থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন।
টিকিটপ্রত্যাশীরা জানান, সড়কপথে বেশি যানজটের আশঙ্কায় তারা ট্রেনে বাড়ি যেতে চাচ্ছেন। সে জন্য ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।
এদিকে, শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যরা কাজ করছেন। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি র্যাবের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, গত ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, আর শনিবার দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
অপরদিকে, আসছে ৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রিও শুরু হবে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই বিক্রি হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও ১২ জুলাই থেকে সব ট্রেন চলবে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।