অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরলেন ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০১ পিএম

অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরলেন ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা

রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে শাখা ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১৬ নেতা-কর্মী অনশন ছেড়ে সোমবার ক্যাম্পাসে ফিরে গেছেন।  ‘বড় ভাইদের’ কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তারা আমরণ অনশন ছেড়ে ক্যাম্পাসে ফিরেছেন বলে তাদের দাবি।

এর আগে, সংগঠন থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ‘সুষ্ঠু বিচারের’ দাবিতে আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দেন তারা।

ঘোষণা অনুযায়ি, সোমবার দুপুরের দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে অনশন শুরুও করেছিলেন বহিষ্কার হওয়া নেতাকর্মীরা। তবে এক ঘণ্টা পার না হতেই তারা আর অনশন করবেন না জানান। ‘বড় ভাইদের’ কাছ থেকে আশ্বাস পাওয়ায় তারা অনশন থেকে সরে এসেছেন বলে তারা দাবি করেন।

ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়ার পর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়গুলো ‘বড় ভাইদের’ জানাতে এসেছিলাম। জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যা সমাধানে তারা দায়িত্ব নিয়েছেন। আমরা কোনো অনশনে নেই। আমাদের কোনো কর্মসূচি নেই।’ তবে ‘এই বড় ভাই কারা’-এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান জান্নাতুল ফেরদৌস।

প্রসঙ্গত, রবিবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় রবিবার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত ও ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মূলত ছাত্রলীগের এই সিদ্ধান্তে ইডেনের বহিষ্কার হওয়া নেতাকর্মীরা অনশনের ঘোষণা দেন।

Link copied!