আগস্ট ২৪, ২০২২, ১২:৪৩ পিএম
জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের কর্মঘণ্টা কমানো হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কাজ করবেন। অফিস শেষে দুই ঘণ্টা আগেই বাড়ি যাবেন। এতেও বছর শেষে সরকারের টার্গেট পূর্ণ হবে বলে মনে করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় দেশের সকল মানুষের সহযোগিতা পেয়েছে সরকার। এটি সফলভাবে মোকাবিলা করেছি। জ্বালানি সংকট নিরসনেও সফলভাবে মোকাবিলা করা যাবে।
দেশের অর্থনীতির অগ্রগতির বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা দেশের অর্থনীতি এগিয়ে নিচ্ছি। নি¤œ আয় থেকে উন্নয়নশীল রাষ্ট্রের পৌঁছেছি। এখানে প্রত্যেকে সহযোগিতা রয়েছে। এবারও বিশ্বের এই পরিস্থিতি মোকাবিলায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো অতিরঞ্জিত নয়। প্রত্যেকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।
সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের গাড়ি ফেরত নেওয়ার বিষয়ে ফরহাদ হোসেন বলেন, এসব গাড়ির ব্যবহার সিরিয়াসলি দেখছি। প্রজেক্টের গাড়ি মনিটরিং করছি। এছাড়াও কর্মকর্তাদের জ্বালানি সাশ্রয়ে গাড়ির ব্যবহারে যত্নশীল হতে হবে।