আইজিপির জার্মানি সফর নিয়ে বিভ্রান্তি সৃস্টি হয়েছে : পুলিশের বিবৃতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৬:৫১ পিএম

আইজিপির জার্মানি সফর নিয়ে বিভ্রান্তি সৃস্টি হয়েছে : পুলিশের বিবৃতি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ডক্টর বেনজীর আহমেদের জার্মানি সফর সংক্রান্ত একটি সরকারি আদেশকে কেন্দ্র করে ‘বিভ্রান্তির সৃষ্টি হয়েছে’ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ সফরকে কেন্দ্র করে যে সরকারি আদেশ বা জিও জারি হয়েছিল, তাতে অসাবধানতাবশত ভুল রয়েছে। 

শনিবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আপাতদৃষ্টিতে জিওটি পড়লে বোঝা যায়, আইজিপি মহোদয় ১ লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে জার্মানি যাচ্ছেন। অথচ বিষয়টি তা নয়। চাদর ও বালিশের কাভার কোনোটিই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে না। ‘জিও’র শব্দগত বিন্যাসের কারণে এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।” 

মো. কামরুজ্জামান বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রুল (পিপিআর) অনুসরণ করেই কেনাকাটার কাজটি হচ্ছিল। এ ক্ষেত্রে যিনি বা যারা কিনছেন, তার বা তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনসংশ্লিষ্ট কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শনের বাধ্যবাধকতা আছে। এর অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

Link copied!