আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০৯:১২ এএম

আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও আলোচনা করবেন।

আজ পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এবার শেখ হাসিনার ভারত সফরের জন্য মোদির আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা আসছেন এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন।

আরও পড়ুন:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এবারকার ঢাকা সফর যেসব কারণে গুরুত্বপূর্ণ

Link copied!