আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২১, ০৯:০৮ পিএম

আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার দাবি

দে‌শে ক‌রোনাভাইরাসের প‌রি‌স্থি‌তির অবন‌তি হওয়ায় সোমবার (২৮ জুন) থে‌কে সারা‌দে‌শে এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার। এমন প‌রি‌স্থি‌তি‌তে বি‌দেশগামী কর্মী‌দের স্বা‌র্থে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রাওব)। শ‌নিবার (২৬ জুন) রাওবের সভাপ‌তি ফখরুল ইসলাম স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

ফ্লাইটের জন্য অপেক্ষা করছে অনেকে

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে, ইতোমধ্যেই কয়েক হাজার কর্মী তাদের ভিসা, এয়ার টিকিট, ইনস্যুরেন্স, কোয়ারেন্টিনের জন্য অফেরতযোগ্য হোটেল বুকিং নিশ্চিত করে শুধুমাত্র ফ্লাইটের দিনক্ষণের অপেক্ষায় করছেন। হাজার হাজার কর্মীর ভিসা স্ট্যাম্পিং, অনেকের আবার বহির্গমন ছাড়পত্রও (স্মার্ট কার্ড) শেষ করা হয়েছে। 

এ অবস্থায় দেশ ও কর্মীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক স্বার্থের বিষয়টি বিবেচনা করে কোনো ভাবেই যেন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করা হয় সে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ সেক্টরকে জরুরি সেবা খাত হিসেবে বিবেচনায় নিয়ে যেন লকডাউনের আওতামুক্ত রাখা হয়।

Link copied!