মে ২৯, ২০২৩, ০৫:১৩ পিএম
টানা তৃতীয় বারের মতো তৃরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তায়িপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার রান অফ নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তায়িপ এরদোগান। এই জয়ের মধ্য দিয়ে তার ইসলাম-কেন্দ্রিক শাসন ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত হবে।
প্রথম ধাপের নির্বাচনে এরদোগান তার ২০ বছরের শাসনামলে প্রথমবারের মতো সরাসরি বিজয় থেকে বঞ্চিত হন। জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ থেকে খুব সামান্য পেছনে ছিলেন এরদোগান। পেয়েছিলেন ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট। প্রথম দফায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২৫ লাখের মত। রবিবার দ্বিতীয় দফা নির্বাচনে ভোটের সেই ব্যবধান ছিল ২০ লাখের বেশি।
চূড়ান্ত ফলাফল এখনো নিশ্চিতভাবে ঘোষণা হয়নি। কিন্তু তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কাউন্সিল বলছে যে এরদেোয়ানের বিজয় নিয়ে কোনো সন্দেহই আর নেই। এ নির্বাচনের পর প্রেসিডেন্ট এরদোগানের ২৫ বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকার বিষয়টি নিশ্চিত হল।