কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক বসতঘর।
টেকনাফের উপজেলা সহকারী ভূমি কমিশনার(এসি ল্যান্ড) মো. এরফানুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশ্রয় শিবিরের বেসরকারি একটি সংস্থার (এনজিও) নারী কেন্দ্রে আকস্মিক আগুন লাগে। এই আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে যায়। রাত সাড়ে ৯টায় টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি; তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে অর্ধশত ঘর পুড়ে যায়। এরও আগে চলতি বছরের ৫ মার্চ উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অঅগুন লাগে। এতে ঘরসহ দুই হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।