ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়। হামলায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ হাদিসুর রহমান। তিনি থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকা বাংলার সমৃদ্ধি নামের জাহাজটি। বাংলাদেশ সময় বুধবার, ২ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে জাহাজের ব্রিজে ওই রকেট হামলা চালানো হয়। তবে কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেননি বাংলাদেশি নাবিকরা।