`বাংলার সমৃদ্ধি'র উপর হামলার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০৫:৩৭ পিএম

`বাংলার সমৃদ্ধি'র উপর হামলার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ

ইউক্রেনে বাংলাদেশের জাহাজ `বাংলার সমৃদ্ধি'র উপর রুশ বিমান হামলার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ। নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক সূত্র জানিয়েছে, ২৯ বাংলাদেশী নাবিক থাকা ওই জাহাজটিতে ঠিক তখনই হামলা করা হয়, যখন জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আনিত নিন্দা প্রস্তাবে ভোটাভুটি শেষ হয়েছে। ওই ভোটাভুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

বিশ্বের ১৯৩টি দেশের সংগঠন জাতিসংঘে আনা ওই নিন্দা প্রস্তাবে ১৪১ টি দেশ পক্ষে ভোট দেয়। ভারত,পাকিস্তান, চীন ও বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিলো। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়ার ভেটোতে ভেস্তে যায়। ভোটাভুটির ঠিক একদিন পরই বাংলাদেশের ওই জাহাজে হামলা হয়। হামলায় হাদিসুর রহমান নামে এক বাংলাদেশী নাবিক নিহত হন।  সূত্র বলছে, ওলভিমা বন্দরে অনেকগুলো জাহাজ নোঙ্গর করা থাকলেও বাংলাদেশী জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইউক্রেনে এখনো ২শর মতো বিদেশী জাহাজ আটকা পড়ে আছে।  

 

Link copied!