ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় হাইকোর্টে ৬ মাসের আগাম জামিন পেয়েছেন অভিনেতা-গায়ক তাহসান খান। ১৯ জানুয়ারি এই মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন তাহসান।
বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট এই আদেশ দেন।
আদালতে তাহসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।
এর আগে ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। মামলায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।