সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য ঈদুল ফিতরের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটিসিএল-৩০ ইঞ্চির ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন পাইপ লাইনের হুক-আপ কাজ ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে। এ কার্যক্রম চলাকালে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
ঈদ ও সরকারি ছুটির সময়ে গ্যাস কোম্পানির এমন উদ্যোগে সমস্যা হবে বলে জানিয়েছেন গ্রাহকরা। সিরাজগঞ্জ শহরের এক বাসিন্দা বলেন , “ঈদে রান্নার চাপ বেশি থাকে। এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখলে আমরা ভোগান্তিতে পড়ব। হঠাৎ এমন সিদ্বান্তে রান্নার জন্য বিকল্প ব্যবস্থা করাও মুশকিল হবে।”এমন সিদ্ধান্তে গ্যাসচালিত যানবাহনের চালক ও মালিকরাও চিন্তিত।
সিরাজগঞ্জের বাসচালক রুবেল, সিএনজিচালিত অটোরিকশার চালক শহিদুল ইসলাম ও মাইক্রোবাস চালক জিল্লুর রহমান জানান, ঈদের পরের দিন থেকেই ব্যবসা ভাল হয়। অনেকে আত্বীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যান। যানবাহনে যাত্রীদের চাপও বাড়ে। এ অবস্থায় গ্যাস তুলতে না পারলে যানবাহনগুলো বন্ধ রাখতে হবে। অনেক পরিবহন চালক ও মালিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা।