স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “এ মুহূর্তে লকডাউন নিয়ে ভাবছে না সরকার। পরিস্থিতি সে পর্যায়ে যায়নি।”
সোমবার (৩ জানুয়ারি) করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
লকডাউন দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো কথাবার্তা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “লকডাউনের সুপারিশ আমরা এখনো করিনি। লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি। আমাদের যাতে লকডাউনের পর্যায়ে যেতে না হয়, সেজন্যই তো আজকের এই প্রস্তুতি সভা। যা যা স্টেপ নেওয়ার আমরা তা নিই, তারপর দেখা যাক কী দাঁড়ায়।”
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেশ কয়েকজন সচিব এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এতে প্রধান অতিথি ছিলেন।
দেশের ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করতে কয়েকজন বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, কয়েক জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছেন। ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
করোনার নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।