বর্তমান সরকারকে অবৈধ সরকার মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভোটের ব্যবস্থা আর ভাতের ব্যবস্থা একই।”
শনিবার সকালে দ্রব্যমূল্যের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কেরানীগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা শাখা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করা যাবে না, এত দাম বাড়ছে তারপরও কিছু বলা যাবে না, কালকে খবরের কাগজে পড়লাম ‘এক বৃদ্ধ মা বলেছে এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খাই’, কি হাহাকার চলছে? এর প্রতিবাদ করা যাবে না? আপনার অবৈধ প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) ভোটের ব্যবস্থার মতোই ভাতের ব্যবস্থা। আপনার ভোট হচ্ছে রাত্রেবেলা ভোট দেয়া। আপনার ভোট হচ্ছে ভোট কেন্দ্রে ভোটাররা নয় গরু ছাগল যাবে। আপনার ভাতের ব্যবস্থাও তেমনি।”
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির সিন্ডিকেটের হোতারা সবাই ক্ষমতাসীন দলের লোক দাবি করে বিএনপির অন্যতম এই নেতা আরও বলেন, “ তারা সিন্ডিকেট করে মানুষের নিত্যপ্রেয়োনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
নিপুন রায় চৌধুরীরা কথা বলতে পারেন না উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে কথা বললেই কার্যালয়ের মধ্যে বন্দি থাকতে হয়। এটা কোন দেশ বানিয়েছেন প্রধানমন্ত্রী, এটা আজকে জনগণের জিজ্ঞাসা?”
প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, “আপনি ফ্লাইওভার দেখান, আপনি উড়াল সেতু দেখান, আপনি মেট্রোরেল দেখান, মেট্রোরেলের বিনিময়ে নারীর নির্যাতন? উড়াল সেতুর বিনিময়ে কি নারীর নির্যাতন?” এসব উন্নয়নের ফুলঝুড়ি দেখিয়ে ১২-১৩ বছরে লক্ষকোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও তিনি জানান।