একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড বহাল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০২:৪১ পিএম

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড বহাল

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। রাজধানীতে ২০১৩ সালের ২৫ ডিসেম্বরে আলোচিত ওই হত্যাকাণ্ডের বিচারে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও মামলায় আসামিদের করা আপিলের শুনানি শেষে বুধবার এ রায় দেয়। বেঞ্চের সদস্যরা হলেন: বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বশির উল্লাহ।

মৃত্যুদণ্ড পাওয়া ৫ আসামি হলেন: আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, রাজু মুন্সি ও রাসেল। তাদের মধ্যে রাজু ও রাসেল পলাতক।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরার বাসা থেকে ৭৯ বছর বয়সী একুশে পদকপ্রাপ্ত এই ফটোসাংবাদিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় হওয়া মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ ৫ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আর নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। 

আজ আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও হেলাল উদ্দিন মোল্লা।

রংপুরের মহিপুরের আফতাব ১৯৬২ সালে ফটোসাংবাদিক হিসেবে দৈনিক ইত্তেফাকে যোগ দেন।  ২০০৬ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। 

Link copied!