এপ্রিলের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে মালিকদের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৫:১৭ পিএম

এপ্রিলের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে মালিকদের নির্দেশ

পোশাকশ্রমিকদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেওয়ার কথাও জানান তিনি।

সোমবার এ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, “চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।”

তবে ঠিক কয় তারিখ বা কত রোজার মধ্যে বেতন-বোনাস বা চলতি এপ্রিলের ১৫ দিনের বেতন দিতে হবে সেটা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদসহ অনেকে।

Link copied!