জুলাই ১৭, ২০২৩, ০৯:৪২ এএম
বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যাওয়ার দুর্ঘটনায় সোমবার ফের উদ্ধার কার্যক্রম চলছে। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু, এক নারী ও ২ পুরুষ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়। নারায়ণগঞ্জ থেকে আনা বিআইডব্লিউটিএ`র জাহাজ রুস্তম দিয়ে উদ্ধারকাজ চলছে। আর নিখোঁজদের সন্ধানে স্বজনরা এখন বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থান করছেন।
এর আগে, ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা চলার পর রাত পৌনে ৩টার দিকে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। ওইসময় জীবিত ৬ জন ও মৃত ৪জনকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, বুড়িগঙ্গা নদীতে ৩০ জনের মতো যাত্রী নিয়ে একটি ওয়াটার বাস ডুবে যায়। রবিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।