কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২১, ০৭:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার বিকেল ৪টার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজিল।

দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাদের বসতি ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচরে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের অধিকাংশই ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

Link copied!