কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ১০:৩৯ পিএম

কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ ক্যাটাগরির প্রকল্প আগে বাস্তবায়ন করা হবে এবং মন্ত্রণালয় বরাদ্দের ৭৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবে। সি ক্যাটাগরির প্রকল্পগুলোর বাস্তবায়ন স্থগিত রাখতে বলা হয়েছে।”

কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রেও নির্দেশ দেয়া হয়েছে।

Link copied!