ভারতের সীমান্তবর্তী কুষ্টিয়া, খুলনা ও সাতক্ষীরায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বরং প্রতিদিনই এই তিন জেলায় করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। সীমান্তবর্তী এই তিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৩০ জন মারা গেছেন।
কুষ্টিয়ায় ১৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত ও বিভিন্ন উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ জন।বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০জন করোনা পজিটিভ আক্রান্ত হিসেবে শনাক্ত ছিলেন। অন্য ৪ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
কুষ্টিয়া জেলার সিভিল সার্জন আরও বলেন, ‘বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৮২ জনের নমুনা পরীক্ষায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের শতকরা হার কমে ২৫ দশমিক ৬১ হয়েছে।
সিভিল সার্জন সূত্র জানায়, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭২ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন১ হাজার ৩৪৪ জন। জেলায় এ পর্যন্ত করোনায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় মারা গেছেন ১০ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা শহরের ৪টি হাসপাতালে তাদের মৃত্যু হয়। বুধবার (২১ জুলাই) থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা ডেডিকেডেট করোনা হাসপাতালে ৩ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ১জন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১১৬ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫৭ জন করোনা পজিটিভ শনাক্ত ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরায় করোনা কাড়ল ৬ প্রাণ
করোনাভাইরাসে সাতক্ষীরা জেলায় বৃহস্পতিবার (২২ জুলাই) গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলার এই প্রধান চিকিৎসক কর্মকর্তা বলেন, ‘করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (২১ জুলাই) থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। গত জুন মাসে করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ও করোনা পজিটিভ আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলায় ১৫০ জন মারা গেছেন বলেও তিনি জানান।
করোনায় দৈনিক শনাক্তের বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২২ জুলাই) গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা শনাক্তক হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ২১ দশমিক ৫৭।.