নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের নামে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। কাঁচপুর মোড়ের পুলিশ বক্সকে ঘিরে বসা অবৈধ স্থাপনাগুলো থেকে প্রতিদিন এ চাঁদা তোলা হয়। তা থেকে প্রতি মাসে ৩ লাখ টাকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পকেটে। টাকা উত্তোলন করা দুই জন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, কাঁচপুর মোড়ে পুলিশ বক্সকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকানপাট, স্থাপনা। অবৈধ স্থাপনাগুলোর আড়ালে ঢেকে গেছে পুলিশ বক্স। স্থাপনার কারণে পুলিশ বক্সই দেখা যাচ্ছেনা এখন।
অস্থায়ী ওইসব স্থাপনার মালিকগণ বলেছেন, এসব দোকান বসাতে সহযোগিতা করেছে স্থানীয় প্রভাবশালীরা। সেই দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করা হয়। সেই চাঁদা পুলিশকে সঙ্গে নিয়ে ভাগাভাগি করে নেন স্থানীয় প্রভাবশালীরা।