কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ১১:১১ পিএম

কার্গোর ধাক্কায়  শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমএম আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃতুদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ অনেকে।

রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আলামিন নগর কয়লা ঘাট এলাকায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে। বিকেলে নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

দীপক সাহা জানান, “এমএম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলার আলামিন নগর এলাকায় আজ রবিবার দুপুর ২টার দিকে রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় ওই লঞ্চটি ডুবে যায়। পরে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। “ তবে মৃতদেহের পরিচয় িএখনও পুলিশ শনাক্ত করতে পারেনি বলেও তিনি জানান।

এদিকে, বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি শিল্পগ্রুপের জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমে বলেন, ডুবুরিদের একটি দল উদ্ধারে কাজ করছে। হেডকোয়ার্টার এবং বন্দর থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি গণমাধ্যমে বলেন, “একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।”

তিনি আরও জানান, লঞ্চ ডুবে গেলে এ সময় ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

কন্ট্রোল রুম খোলা হয়েছে

এদিকে, নারায়ণগঞ্জের শীতলক্ষায় এম এল আশ্রাফ উদ্দিন লঞ্চ ডুবির ঘটনায় জরুরি যোগাযোগ রক্ষার্থে একটি কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলায় (রুম নং-৬১৭) এই কন্ট্রোলরুমের হটলাইন নং-১৬১১৩, টেলিফোন: +৮৮০২২২৩৩৫২৩০৬; মোবাইল নং: +৮৮০১৯৫৮৬৫৮২১৩।

Link copied!