কুমিল্লায় ট্রলারডুবি: নিহত বেড়ে ৪

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০৬:২২ পিএম

কুমিল্লায় ট্রলারডুবি: নিহত বেড়ে ৪

কুমিল্লায় ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর চরকাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুর নাম তামান্না আক্তার (১১)।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) দুপুরে চরকাঁঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রলারডুবিতে ৩ জনের মৃত্যু 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, দাউদকান্দি হাসনাবাদ থেকে তিতাস দড়িকান্দি যাওয়ার পথে মেঘনার লুটেরচর কাঁঠালিয়া নদীতে এলে কচুরিপানার সঙ্গে ইঞ্জিন আটকে যায়। এতে নৌকার তলায় বড় ধরনের ছিদ্র হয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মরিয়ম নামের ৮ বছরের কন্যাশিশু এবং ৫৫ বছরের বৃদ্ধা ও ২০ বছরের কিশোরী রয়েছে। এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মেঘনা থানার ওসি ছমিউদ্দিন জানান, মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Link copied!