কোরবানির পশুর আঘাতে আহত শতাধিক ঢামেকে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২১, ০৩:৫৫ পিএম

কোরবানির পশুর আঘাতে আহত শতাধিক ঢামেকে ভর্তি

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানি করার সময় আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।ঢামেক হাসপাতালেল জরুরি ও সার্জারি বিভাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার (২১ জুলাই) ঈদের নামাজ শেষে  কোরবানির সময় অসচেতনতার কারণে পশুর শিং দিয়ে গুতোসহ নানা কারণে তারা আহত হন।

ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. সুবিনয় কৃষ্ণ পাল দ্য রিপোর্টকে জানান, মূলত কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গরুর শিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও অনেকে আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল সাড়ে ৮ থেকে এখন পর্যন্ত (বেলা ১টা) প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে।

Link copied!