খালেদার জন্মদিন নির্ধারণে শুনানি বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৯:০২ পিএম

খালেদার জন্মদিন নির্ধারণে শুনানি বুধবার

উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে জারি করা রুল এবং এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর শুনানির জন্য বুধবার (১৫ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। তাকে সহযোগিতা করেন আইনজীবী শাকিলা রওশন ও সাগুফতা আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে, মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়।

আইনজীবী নাহিদ সুলতানা যুথি বলেন, “খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তার জন্মদিন সংক্রান্ত নথি পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, মেট্রিকুলেশনের সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে। বুধবার শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় থাকবে।”

Link copied!