খোঁজ মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের নিখোঁজ প্রার্থী আসিফের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:৪৪ পিএম

খোঁজ মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের নিখোঁজ প্রার্থী আসিফের

খোঁজ মিলেছে গত ৬ দিন ধরে 'নিখোঁজ' থাকা ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু আসিফের নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর স্ত্রী মেহেরুননিছা মেহরীন। এরপর থেকে পুলিশ তাঁর খোঁজ করছিল। আজ দুপুরে পুলিশ মেহেরুননিছার সাথে কথা বলে। তিনি পুলিশকে জানিয়েছেন, আসিফ রাজধানীর বসুন্ধরা এলাকায় তাঁদের বাসায় আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সন্ধ্যার মধ্যে পৌঁছাবেন। তিনি এলে তাঁর নিখোঁজের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারব আসল ঘটনা কি হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

Link copied!