গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ১১:৩০ এএম

গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মিঠু (২৬)।

শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।

মিঠুর বড় ভাই মো. ইমন জানান, তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। বাবা মৃত ফজলু মিয়া। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরের থাকতেন মিঠু। একটি সিএনজি পাম্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তবে তার সেই পাম্পটি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই পাম্পে কেন গিয়েছিলেন তা জানাতে পারেননি বড় ভাই ইমন।

এর আগে বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Link copied!