গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ১২:৪৩ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ঢাকা-সিলেট রেললাইনে গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি দূরে গিয়ে পড়ে। এতে পিকআপের থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

Link copied!