ঘন কুয়াশা ও তীব্র শীত থাকবে আরও কয়েকদিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১১:২৫ পিএম

ঘন কুয়াশা ও তীব্র শীত থাকবে আরও কয়েকদিন

শৈত্যপ্রবাহ এখনও আসেনি। তার আগেই ঢাকায় পড়েছে প্রচণ্ড শীত। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীত জেঁকে বসেছে। এসব অঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বুধবার দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।

কাল বৃহস্পতিবারও সেই চাদরে আবৃত থাকতে পারে রাজধানীসহ সারা দেশ। তবে কুয়াশার পরিমাণ খানিকটা কমে আসবে।

আবহাওয়াবিদেরা বলছেন, তাপমাত্রার তুলনায় শীত বেশি অনুভূত হওয়ার কারণ উত্তরের হিমেল বাতাস। দেশজুড়ে এমন বাতাস বইতে পারে আরও কয়েক দিন।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টি হয়নি। শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় হঠাৎ শীতের তীব্রতা বেড়ে তাপমাত্রা দুইদিনে কমেছে প্রায় ৮-৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা কমে যাওয়ায় মূলত ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে। এমনকি হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় ঠান্ডাটা আরও তীব্রভাবে বেড়েছে।’

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উল্লেখযোগ্য মাত্রার কোনো শৈত্যপ্রবাহ হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে।

Link copied!