ঘোলা পানিতে মাছ শিকারই বিএনপির কাজ: দীপু মনি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০২:২৬ পিএম

ঘোলা পানিতে মাছ শিকারই বিএনপির কাজ: দীপু মনি

সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল হলে বিএনপি অবশ্যই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ঘোলা পানিতে মাছ শিকার করাটাই বিএনপির কাজ বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, “বিএনপি সব কিছু নিয়েই লুকোচুরি করে। সব সময় ধোঁয়াশা তৈরি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করাটাই তাদের কাজ।”

‘বিএনপির একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা’ উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “তাদের কাছে একটা নির্বাচনই গ্রহণযোগ্য হবে, যেটাতে তাদেরকে জয়ী ঘোষণা করা হবে। আর এটা তো গণতন্ত্র হতে পারে না।”

শিক্ষামন্ত্রী বলেন, “রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।”

Link copied!