ছিঁড়ে পড়া ক্রেনের চাপায় চার শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৩, ০৬:০০ পিএম

ছিঁড়ে পড়া ক্রেনের চাপায় চার শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনের ওপর থেকে ছিঁড়ে পড়া ক্রেনের চাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ডেমরার কোদালদোয়া নুর মসজিদসংলগ্ন যৌথ মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মোস্তফা (৪২), মো. মিজান (৩২) ও মো. জাফর (৫০)। হাসপাতালে মৃত্যু হওয়া শ্রমিকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যৌথ মালিকানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাত তলার নির্মাণাধীন ছাদে রাখা ক্রেন মেশিনটির রশি ছিঁড়ে ঢালাই মিক্সার ভরা অবস্থায় কন্টেইনার চার শ্রমিকের ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার জানান, শ্রমিক মৃত্যুর ঘটনার পর ভবন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমরা খোঁজ করে কাউকে পাচ্ছি না। তবে কর্মক্ষেত্রে তাদের গাফিলতিগুলো চিহ্নিত করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!