জাতিসংঘ শান্তি পদক পেলেন ২১ পুলিশ সদস্য

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৫:১১ এএম

জাতিসংঘ শান্তি পদক পেলেন ২১ পুলিশ সদস্য

শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুদানে অবস্থানরত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পে উনামিড পুলিশ চিফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না বাংলাদেশী শান্তিরক্ষীদের এ পদক পরিয়ে দেন।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া বলেন, ‘আমদের ইউনিট ২০১৯ সালের মে মাস থেকে দারফুরে দায়িত্ব পালন করে আসছি। অনেক প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তবে এই পদক প্রাপ্তি আমাদের সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে।’

পদক প্রদান অনুষ্ঠানে উনামিড পুলিশ চিফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না বলেন, ‘২০০৭ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী হয়ে সুদানে বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশ শান্তি প্রতিষ্ঠা ছাড়াও সুদানের স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার ফলে শান্তি রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তি রক্ষায় সবোর্চ্চ ট্রুপস প্রেরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে তাদের পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির ফলে।’

Link copied!