যার টিকেট তার ভ্রমণ এমন নীতির কারনে এবার টিকেট কাটার সময়ই ভোটার আইডি প্রদর্শন করা লেগেছে। তবে টিকেট থাকলে ট্রেনে যখন ভ্রমন করবে তখনও ভোটার আইডি প্রদর্শন করা লাগবে। কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার একথা বলেন।
তিনি আরও বলেন, ঈদের জন্য অগ্রীম টিকেট বিক্রির ক্ষেত্রে এবার সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে।তবে মোট আসনের তুলনায় লাইনে ১০ গুণেরও বেশি যাত্রী রয়েছে।এবার সব যাচাই করে টিকেট প্রদান করা হচ্ছে বিধায় সময় বেশি লাগছেও বলে জানান তিনি। তিনি আরও বলেন, অনলাইনে একই সাথে অনেক ব্যবহারকারী প্রবেশ করেছে বিধায় অনেকেই অনলাইনে টিকেট ক্রয়ে অসুবিধার সম্মুখীন হয়েছে। তবে এটা দ্রুতই ঠিক হয়ে যাবে।
প্রতিদিন রাজধানীবাসীর জন্য ২৭ হাজার ৮৫৩ টি টিকেট বিক্রয় করা হবে। এর মধ্যে অনলাইনে ১২ হাজার ১৫৭ ও স্টেশনে ১৫ হাজার ৬৯৬ টি টিকেট সরবারাহ করা হবে।