প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে শেখ হাসিনাকে ফোন দিয়ে টানা ১০ মিনিট কথা বলেন টানা তৃতীয় বারের মতো নির্বাচিত তুরস্কের এই প্রেসিডেন্ট।
এ সময় আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বি এম সরওয়ার-ই-আলম সরকার জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সাথে কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট পদে রান অফ নির্বাচনে জয়লাভের জন্য দেশটির পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান বাংলাদেশের সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেন।
এরদোয়ানের সাথে টেলিফোনে আলাপকালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।
কৃতজ্ঞতা প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করেছে। এ সময় তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার কামনা করেন।
এসময় এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের সরকারপ্রধান।
প্রসঙ্গত, তুরস্কে গত ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রান অফ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। টিআরটি ওয়ার্ল্ডের তথ্যমতে, নির্বাচনে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।