ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের। শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইমাজ রহমান।
মোটরসাইকেল চালিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দিলে গুরুতর আহত হয় ইমাজ রহমান (১৫)। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের স্কুলশিক্ষক আতিয়ার রহমান মোল্যার ছেলে। সে একই উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাজ মোটরসাইকেল চালিয়ে আকিজ জুট মিলসংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে ওঠার পর মোটরসাইকেলের সামনের চাকা আটকে যায়। সেসময় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি চলে আসে। ইমাজ তখনো মোটরসাইকেলের ওপর বসেই মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। রকেট মেইল ট্রেন এসে ইমাজের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ইমাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে ইমাজ রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
রেলক্রসিংয়ের নিকটস্থ নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, ‘সেখানে দুর্ঘটনার কোনো ঘটনা আমার জানা নেই। গার্ড বা ট্রেনের চালক কেউ–ই আমাকে দুর্ঘটনার কোনো তথ্য দেননি। বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েও কিছু পাইনি’।