বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িতে প্রতি শুক্রবার জ্বালানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ডিএনসিসির পরিবহন শাখা এসংক্রান্ত একটি আদেশ জারি করে।
ডিএনসিসি সূত্র বলছে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিটি করপোরেশনের আওতাধীন বেশির ভাগ গাড়ি চলাচল করে না। তবে যেসব কর্মকর্তার গাড়ি রয়েছে, তাঁরা ছুটির দিনে ব্যক্তিগত নানা কারণে গাড়ি নিয়ে বের হন। এ জন্য করপোরেশন থেকে জ্বালানি বরাদ্দ নেন তাঁরা।
অফিস আদেশে বলা হয়েছে, যদি কোনো কর্মকর্তা শুক্রবার গাড়ি ব্যবহার করেন, তাহলে জ্বালানির খরচ নিজেকে বহন করতে হবে। তবে সিটি করপোরেশনের কিংবা রাষ্ট্রীয় জরুরি কাজ বা বিশেষ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জ্বালানি দেওয়া হবে।
এর আগে গত ২৫ জুলাই বিদ্যুৎ সাশ্রয়ে প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়গুলোতে এসি ও বৈদ্যুতিক বাতির ব্যবহার সীমিত করার আদেশ দেয় ডিএনসিসি।