জুন ১০, ২০২২, ০৮:৩৮ পিএম
হাতিরঝিল লেকে বেসরকারি টিভি চ্যানেলে ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো কোনো ক্লু পায়নি গোয়েন্দা পুলিশ। তবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আওয়ামী লীগের নেতা টিপু হত্যার অন্যতম সন্দেহভাজন মূসাকে দেশে ফিরিয়ে আনার পর শুক্রবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল বারি নিহতের ঘটনায় কোনো ক্লু পাওয়া গেছে কি না, জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, ‘আমরা তদন্তকারী সংস্থা। তাই আমরা তদন্ত করছি। আরও বিভিন্ন সংস্থা কাজ করছে। নিহতের মোবাইল ফোনটি পাওয়া গেছে।সেটি এখনো আমরা ওপেন করতে পারিনি ৷ তবে আমাদের টিম অনেকগুলো বিষয় নিয়ে আগাচ্ছে। ডিবি গুলশান কাজ করছে। আব্দুল বারি অত্যন্ত মিতভাষী লোক ছিলেন। যেখানে তিনি কাজ করতেন, লোকজনের সঙ্গে তেমন বেশি কথা বলতেন না। ফলে তাঁর সম্পর্কে তেমন কিছু কেউ জানে না। এখনো বলার মতো কিছু পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত আছে। এটা নিয়ে ডিবি, সিআইডি, পিবিআইসহ সবাই মিলে কাজ করছে। সবাই গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের নিকেতনের পাশে হাতিরঝিল লেকের পাড় থেকে আব্দুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বড় ভাই আব্দুল আলীম বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে আব্দুল বারির মরদেহ সিরাজগঞ্জ সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।