ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ১১:৩০ এএম

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কর্মীদের ভাঙচুর ও অবরোধের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের পুনরায় রেল যোগাযোগ চালু হয়েছে। রেলের এসব পথের বিভিন্ন স্টেশনে সাতটি ট্রেন আটকা পড়েছিল বলে জানা গেছে। 

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে এসব অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৪টার পর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুত্রুবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় তিন নাম্বার প্লাটফর্ম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. মাইনুল বলেন, মাদ্রাসাছাত্ররা স্টেশনের সবকিছু পুড়িয়ে ফেলেছেন। এ কারণে বিকাল সাড়ে ৪টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি বলেন, শুক্রবার রাত ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনের সব কিছু আগুনে পুড়ে যাওয়ায় গার্ড সিগন্যালের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করছি। একে একে আটকা পড়া সব ট্রেনগুলো এখন গন্তব্যের দিকে যাচ্ছে।

Link copied!