যশোর জেলায় তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু, একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে থাকা সহকর্মী নাজমার ভাড়াটে খুনিরাই এ হত্যাকান্ড সংগঠিত করেছে।
রবিবার (৯ জানুযারি) সন্ধ্যায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির ওসি জানান, শনিবার সকাল ৮টার দিকে লাভলী তার সহকর্মী নাজমা ও সেলিনাকে নিয়ে যশোর শহরতলীর ধর্মতলার বাসা থেকে বের হয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদরের হালসা ব্রিজের কাছে কিছু দুর্বৃত্তদের তাদের ইজিবাইকের গতিরোধ করে। এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে লাভলীর মাথায় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। গুলি বের না হলে ছুরি দিয়ে গলায় ও মুখে আঘাত করে দুর্বৃত্তরা চলে যায়।
নাজমা ও সেলিনা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এরপর কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের একাধিক টিম শনিবার রাত থেকে অভিযান শুরু করে। সহকর্মী নাজমা ও সেলিনার স্বীকারোক্তি মতে যশোর সদর উপজেলার বিভিন্ন হাশিমপুর থেকে হত্যায় জড়িত শাকিল ও মেহেদীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, নাজমার সাথে আর্থিক লেনদেনের সূত্রধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। আসামিদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।