তৃতীয় লিঙ্গের একজনের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ১১:১০ পিএম

তৃতীয় লিঙ্গের একজনের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

নোয়াখালীর সেনবাগে চুমকি নামে তৃতীয় লিঙ্গের একজনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৩টায় এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ সেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীসহ তিন জনকে আটক করেছে। এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টায় ওই গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ ওই বাড়ির জহিরুল হক নয়নের ঘরে একটি নবজাতকের জন্ম নেয়। পারিবারিকভাবে আগামী রবিবার (২০ মার্চ) ওই শিশুর আকিকা করার কথা ছিল। এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় টাকা চাইতে যান তৃতীয় লিঙ্গের দুই জন। এ সময় নয়নের পরিবার থেকে দুই জনকে প্রথমে ২০০ টাকা দেওয়া হলে, তারা আরও টাকা দাবি করেন। এরপর বাকবিতণ্ডার এক পর্যায়ে নয়নের পরিবারের সদস্যরা চুমকির গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত বিবি রহিমা জানান, তারা পাঁচ হাজার টাকা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে, ভয় দেখানোর জন্য তৃতীয় লিঙ্গের চুমকি নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, নয়নের পরিবারের সদস্যদের দাবি, চুমকি তাদের চুলা থেকে আগুন নিয়ে নিজের গায়ে লাগিয়ে দিয়েছে। সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারি জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!