দিনে চার ঘন্টা গ্যাস পাওয়া যাবে না সিএনজি স্টেশনে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:৫৭ এএম

দিনে চার ঘন্টা গ্যাস পাওয়া যাবে না সিএনজি স্টেশনে

বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন ৪ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা বন্ধ রাখা হবে। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

এর আগে পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল মন্ত্রণালয়। সেসময় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

পরে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। তারা পেট্রো বাংলার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সিএনজি স্টেশনগুলো ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব দেয়।

মালিক সমিতির এ প্রস্তাবের বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) আবদুল্লাহ আল মামুন নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আপারগতা প্রকাশ করে বলেন, ‘আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তাদের এ প্রস্তাবের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে’।

সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

Link copied!