সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৫:১৭ এএম
দুই বছর পাঁচ মাস গ্যাসের বিল বকেয়া রাখায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পৌনে দুই লাখ টাকার বকেয়া বিলের কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক বলেন, রায়েরবাজারের ২২৬/১ শেরেবাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ৩০ মাসে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা বকেয়া বিল হয়েছে। ওই বাড়িতে অনুমোদিত ৭টি ডাবল বার্নার সংযোগ ছিল। ২০২০ সালের জানুয়ারি মাসে সর্বশেষ বিল জমা দেওয়া হয়েছিল। এরপর আর কোনো বিল পরিশোধ করা হয়নি।
৩০ মাসের বিল ও জরিমানা পরিশোধ করলে ফের গ্যাসের সংযোগ দেবে বলে জানান তিতাস কর্মকর্তা।