দুর্বৃত্তের আক্রমণে গুরুতর আহত কনস্টেবল কবির হোসেনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৯:৩৫ পিএম

দুর্বৃত্তের আক্রমণে গুরুতর আহত কনস্টেবল কবির হোসেনের মৃত্যু

মা ইলিশ রক্ষায় দায়িত্ব পালনকালে জেলেদের অতর্কিত হামলায় গুরুতর আহত নৌ পুলিশের কনস্টেবল মোঃ কবির হোসেন (৪২) মারা গেছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ নভেম্বর) রাত ১১.৫০ ঘটিকায় মৃত্যুবরণ করেন তিনি।

গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১" চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌ পুলিশের ৫ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে মোঃ কবির হোসেন গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Link copied!